মোবাইলে কিভাবে বাংলা লেখা যায় সেটা নিয়েই এখন আর কি আমার এই পোস্টটা করা মোবাইলে অনেক সহজে বাংলা লেখা যায় আগে আমরা ভাবতাম মোবাইলে বাংলা টাইপ করতে হলে বাংলা কী-বোর্ড ইন্সটল করো তারপরে অনেক কষ্ট করে একটা দুইটা করে অক্ষর স্বরে অ স্বরে আ এভাবে করে জোড়া দিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা ওয়ার্ড তারপরে কয়েকটা ওয়ার্ড জোড়া দিয়ে একটা সেন্টেন্স এভাবে করে করে লিখতে হবে যেটা আসলে সনাতন পদ্ধতি ছিল ।।
কিন্তু এখন যুগের পরিবর্তনের সাথে সাথে ফোনে অনেক পরিবর্তিত হয়েছে তার মধ্যে বাংলা লেখার স্টাইল টা চেঞ্জ হয়ে গেছে বাংলা লেখার স্টাইল বলবো না আমি ঠিক এটা বাংলা লেখার পদ্ধতি এখন অনেক অত্যাধুনিক সফটওয়্যার তৈরি হয়েছে যেখানে মেশিন লার্নিং এ আয় তারপর অনেক ধরনের ডেটা
স্ট্রাকচার ও অ্যালগরিদম সেগুলো ইউজ করে করে আমাদের অনেক সিমপ্লিফাই করা হয়েছে সব বিষয়গুলোকে যেন আমরা যেভাবে কথাগুলো বলি আমাদের কথাগুলো কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে শেখ আমাদের কথাগুলো তারা প্রসেস করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তারা এরকম অনেক ধরনের টেকনলজি আছে যেগুলো তারা প্রসেস করে তারা আমাদেরকে আউটপুট দেয় একটা অন্য ধরনের।।
যাই হোক এখানে বেশী বাঁচাবো না বেশি সাইন্টিফিক চলে যাচ্ছে একটা সহজ করি যেন সবাই বুঝতে পারে, আমার উপরের কথাগুলোই মানে এটা ছিল যে এখন দেখা আছে আমরা ফোনের সামনে যদি কথা বলি বাংলাতে তা আমাদের ফোন সে কথাটা কে ভয়েস আকারে ইনপুট নিয়ে এবং ইনপুট নেওয়ার পরে সেটাকে প্রসেস করে প্রসেস করে সেটাকে টেক্সট ফরম্যাটে মানে লেখার রূপ দেয় আমরা যেটা মুখ দিয়ে বলি সেটাই আমরা স্ক্রিনে দেখতে
পাই তো এটা আসলে আমাদের প্রযুক্তির বিকাশের ফলে প্রযুক্তির উন্নয়ন বা ডেভলপমেন্ট অফ টেকনোলজি। এটা করতে হলে প্রথমে আপনাদেরকে ঋদ্মিক কিবোর্ড নামে একটি অ্যাপ আছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং তারপরে সেই অ্যাপটি কে ফোনে ইন্সটল করার পর সেখানে কিছু অপশন আছে লেআউটের সেগুলোর মধ্যে থেকে প্রভাত নামে যে লেআউটটি আছে সেটা সিলেক্ট করতে হবে।
This post was created with our nice and easy submission form. Create your post!
Comments
0 comments