Capture Long Exposure Photography In Mobile | মোবাইল দিয়ে লো শাটার ফটোগ্রাফি । Bangla | Hossain Alif
অনেক সময় ই আমরা ছবির মাঝে আলোর খেলা দেখে পুলকিত হই। ছবি তোলার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। যার মধ্যে একটি পদ্ধতি হলো লং এক্সপোজার ফটোগ্রাফি। এই লেখাতে আমি বলবো আজ লং এক্সপোজার ফটোগ্রাফি সম্পর্কে।
সবার আগে আমাদের জানতে হবে, লং এক্সপোজার ফটোগ্রাফি আসলে কি?
লং এক্সপোজার ফটোগ্রাফি হচ্ছে এমন এক ধরনের ফটোগ্রাফি, যা কোনো চিত্রের বা ছবির উচ্চ আলোকবিন্দু গুলোকে একত্রিত করে আলোকচ্ছটা সৃষ্টি করে। এবং আশে পাশের অল্প আলোকে আরো নিমজ্জিত করে বা কমিয়ে ফেলে।
একে টাইম এক্সপোজার বা স্লো শাটার ফটোগ্রাফি ও বলা হয়ে থাকে।এখন আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন। তাহলে লং এক্সপোজার ফটোগ্রাফি সম্পর্কে আইডিয়া আপনার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। কারণ, ভিডিওটিতে এরকম ফটোগ্রাফি করার প্রসেস দেখিয়ে দেয়া হয়েছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
Comments
0 comments