ঢাকার ভেতরেই ভ্রমণের জন্য অসাধারণ এক স্থানের নাম ‘তেরমুখ‘। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ছেয়ে আছে এই স্থানটিতে। প্রচার প্রচারণার অভাবে অনেকেই চিনে না এই স্থানটি। উত্তরার দিয়াবাড়িতে ঘুরতে আসলেও, উত্তরার কাছেই যে এতো অপরূপ সৌন্দর্যের এক স্থান রয়েছে তা জানে না অনেকেই।
তেরমুখ মূলত গাজীপুর এবং উত্তরখানের মাঝামাঝি একটি স্থান। তেরমুখে রয়েছে অপরূপ সৌন্দর্যের একটি ব্রীজ, যেখানে দাঁড়িয়ে বিকেলে উপভোগ করা যায় তুরাগ নদীর অপার্থিব সৌন্দর্য। ভরা বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়ায় এর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ আর তাই তো এ সময়ে ভীড় করে বহু ভ্রমণ পিপাসু মানুষ।

তেরমুখে এসে আপনি খাওয়া-দাওয়ার জন্য অল্পকিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর তা ছাড়াও এর কাছেই রয়েছে অত্যন্ত চমৎকার দুটি রিসোর্ট। একটি হচ্ছে গ্রীন ভিউ রিসোর্ট এবং অপরটি মেঘবাড়ি রিসোর্ট। তাই আপনি এখানে চাইলেই রাত্রিযাপনও করতে পারেন। রিসোর্টগুলো সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন।

কিভাবে যাবেন:উত্তরার আব্দুল্লাহপুর থেকে রিক্সা,অটো বা লেগুনায় করে খুব সহজেই চলে আসতে পারেন এখানে।
ভাড়া:রিক্সায় ৭০-৮০ টাকাঅটোতে জনপ্রতি ৪০-৫০ টাকালেগুনায় জনপ্রতি ৩০-৪০ টাকা