ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজিয়া আফরিন সুলতানা মিথিল। এতো অল্প বয়সেই প্রতিষ্ঠা করেছেন নিজের দুইটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। এছাড়াও স্কুল জীবন থেকেই তিনি যুক্ত আছেন একাধিক সামাজিক সংগঠনের সাথে।
মিথিল বর্তমানে নৈসর্গ এবং লাল পোস্টার নামে দুইটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্ণধার। এছাড়াও তিনি যুক্ত আছেন রেডিও বাক্স এর ভয়েস এম্বাসেডর হিসেবে। বাংলাদেশ মহিলা পরিষদের একজন সদস্য তিনি। ইউনিসেফে সে কাজ করে যাচ্ছে ইউ-রিপোর্টার হিসেবে।
এতো অল্প বয়সেই তার রয়েছে অনেক অর্জন। এতো সব কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে পান, এই প্রশ্নের জবাবে মিথিল বলেন, “এসব অনেকটাই নিজের জেদ থেকে করা তবে পরিবারের সহায়তা অবশ্যই রয়েছে।”
মিথিল বর্তমান তরুণদের একজন আইডল। তিনি এতো অল্প বয়সে যা যা করে দেখিয়েছেন তা হয়তো তার থেকে অনেক বয়স্ক মানুষেরাও অনেক সময় পারে না। মিথিল প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র, মূলত মানুষের পরিচয় তার কর্ম দ্বারা। এমন আরো কিছু মিথিল তৈরী হলে এই দেশ পরিবর্তনের জন্য তখন শুধুই সময়ের অপেক্ষা। এমন দক্ষ এবং নিষ্ঠাবান তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে এই বাংলাদেশ।
নৈসর্গ থেকে শপিং করতে ক্লিক করুন:
https://www.facebook.com/nisharga.com2020/