আমরা অনেক সময় অফিসের কাজে বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে পিডিএফ ফাইল আদান-প্রদান করে থাকি | কিন্তু ফেইসবুকে বা মেইলে এই ফাইল দিতে গিয়ে হয় বড় সমস্যা | কারণ ম্যাসেঞ্জারে পিডিএফ ফাইল দেয়া যায় না আবার মেইলে ২৫ এমবি’র উপরে ফাইল নেয় না। এর জন্য আমরা অনেকে অনেক সময় বিশাল সমস্যায় পরে যাই।
খুব সহজেই আপনি কিন্তু করে ফেলতে পারেন এই সমস্যার সমাধান | এই যুগে কম বেশি সবাই গুগাল ড্রাইভ ব্যবহার করি | আপনি যেই ফাইলটি ম্যাসেঞ্জার বা মেইলে দিবেন সেই ফাইলটি আগে গুগাল ড্রাইভে আপলোড করুন | এর পরে সেই ফাইলের অপশনে গেলেই Link sharing off নামের একটা অপশন পাবেন সেটায় ক্লিক করে On করে দিন | এখন সেই ফাইলের লিংক কপি করে যাকে ফাইলটি দিতে চাচ্ছেন তাকে দিয়ে দিন,বেস হয়ে গেলো আপনার ফাইল শেয়ারিং | আর আপনিও মুক্তি পাচ্ছেন এক বিশাল সমস্যা থেকে ।