‘প্রোডাক্টিভ মুসলিম’একটি আত্মউন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে- আত্মজাগরণ, আত্মনির্মাণ ও আত্ম বিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ঠ আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দোয়া অমূল্য উপহার- আমাদের মেধা,সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তি গঠন,ক্যারিয়ার উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্ন দ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।
লেখক কোরআনের রত্নভাণ্ডার,নবীজির সুন্নাহর মুক্ত- প্রবাল থেকে শুরু করে Dr Jhon Ratey,Graham Allcott সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং ব্যবসায়ীক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বইটিতে।
চলুন জেনে নেয়া যাক এই বইয়ের এমন কিছু জিনিস যা আপনাকে একজন ‘প্রডাক্টিভ মুসলিম’ হতে সাহায্য করবে:
১. কিভাবে স্পিরিচুয়াল শক্তি বৃদ্ধি করবেন।
২. কিভাবে ঘুম পুষ্টি ও ফিটনেস নিয়ন্ত্রণ করবেন।
৩. কিভাবে ব্যক্তিগত জীবনের বাইরে সামাজিক পরিমণ্ডলে প্রডাক্টিভ উঠবেন।
৪.কিভাবে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ক্যারিয়ার এবং দিন দুনিয়ার মাঝে ভারসাম্য রক্ষা করে চলবেন।
৫. মানসিক বিচ্ছিন্নতা হারিয়ে কিভাবে নিজের লক্ষ্যের দিকে ফোকাস ঠিক রাখবেন।
৬. কিভাবে প্রডাক্টিভ হ্যাবিট এবং ইফেক্টিভ রুটিন তৈরি করবেন।
৭. কিভাবে সময় সদ্ধ্যবহার করে দুনিয়ার পাশাপাশি আখেরাতের জীবনকে সমৃদ্ধ করবেন।
৮. রমাদানে কি করে প্রডাক্টিভিটি বজায় রাখবেন ইত্যাদি সহ আরো অনেক কিছু।
তবে প্রশ্ন হচ্ছে বইটি কি শুধুমাত্র মুসলিমদের জন্য?
*বইটি মূলত মুসলিমদের উদ্দেশ্য করে লেখা হলেও এই বইটিতে অন্য ধর্মের মানুষের অনেক উপকৃত হতে পারবেন। এই বইয়ে আলোচিত — আমাদের উদ্দেশ্য কি?,মানুষের শ্রেষ্ঠত্ব,মানুষ, সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের আন্তঃসম্পর্ক।
আমার মতে বইটি সবার একবার হলেও পড়ে দেখা উচিৎ।