আমাদের অনেক মেয়েরাই ব্ল্যাক হেডস এরসমস্যার মুখামুখি হচ্ছি। অনেকে ব্ল্যাক হেডসনিয়ে অনেক দুশ্চিন্তা।
এটি স্বাভাবিক, একটি মেয়ে তার সৌন্দর্যতা তেএকটি কালো দাগ কেউ দেখতে চায় না।
দুশ্চিন্তা কিছু নেয়, চলুন জেনে নেয় ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার ৫টি গোপন তথ্য।
তথ্য ১:
সব থেকে সহজ উপায় হলো গরম পানিতে(হাল্কা গরম) পাতলা সুতির কাপড় ভিজিয়েযেখানে ব্ল্যাক হেডস আছে সেখানে আস্তেআস্তে ঢলা দিবেন।
দেখা যাবে ব্ল্যাক হেডস গুলো ময়লার মতোকাপড়রে উঠে চলে আসবে।
তথ্য ২:
টমেটো এর সাহায্যে ও ব্ল্যাক হেডস থেকে মুক্তিপাওয়া যায়। করণীয় অনেক সহজ, ১-২টিটমেটো পেষ্ট করে যেখানে ব্ল্যাক হেডস সেখানেসুন্দর করে লাগিয়ে মেসাজ করবেন তারপরপানি দিয়ে ধুয়ে ফেলবেন।
তথ্য ৩:
একটি বাটিতে ১/২ চা চামচ হলুদের গুড়া, ১টেবিল চামচ চালের আটা, ১টেবিল চামচলেবুর রস এবং ১টেবিল চামচ মধু এক সাথেমিশিয়ে ব্ল্যাক হেডস এক জায়গাতে লাগিয়েসুন্দর করে মেসাজ করে পানি দিয়ে ধুয়েফেলবেন।
তথ্য ৪:
টুথপেস্ট ও লবণ এক সাথে মিশিয়ে পুরাতনব্রাশ দিয়ে ব্ল্যাক হেডস এর জায়গায় ঢলে ঢলেলাগিয়ে পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
তথ্য ৫:
মুলতানি মাটি ১টেবিল চামচ এবং টক দই১টেবিল চামচ ভালোভাবে এক সাথে মিশিয়েযেখানে ব্ল্যাক হেডস সেখানে সুন্দর করেমেসাজ করে লাগিয়ে ১০ মিনিট পর বরফপানি দিয়ে ধুয়ে ফেলবেন।