মশা মারা সহজ, কিন্তু মাছি মারা কঠিন কেন!

মশা মারা সহজ, কিন্তু মাছি মারা কঠিন কেন!

এর সম্পূর্ণ রহস্য এর চোখের মধ্যে লুকায়িত…
কিন্তু কিভাবে???

সাধারাণত আমাদের চোখ প্রতি মিনিটে ৩,৬০০টি স্থির ছবি আমাদের ব্রেইনে পাঠায়। অর্থাৎ, প্রতি সেকেন্ডে ৬০টি স্থির ছবি আমাদের ব্রেইনে প্রেরণ করে আমাদের চোখ। আমাদের ব্রেইন সেগুলোকে একত্র করে আমাদের এই চলমান দুনিয়া দেখায়।

কিন্তু একটি মাছির চোখ প্রতি সেকেন্ডে ২৫০টি ছবি তার ব্রেইনে পাঠায়। অর্থাৎ, প্রতি মিনিটে তার ব্রেইনে ১৫,০০০ ছবি প্রেরণ করে তার চোখ। যা কি-না আমাদের চোখের ৫ গুণের-ও বেশি। যার ফলস্বরুপ, মাছির ব্রেইন সেগুলোকে সচল করার পর মাছি দুনিয়ার সব কিছুই খুব ধীরে দেখে। যাকে আমরা বলে থাকে স্লো মোশন।

যখন আমরা একটি মাছিকে ধরতে যাই অথবা মারতে যাই, আমরা এক সেকেন্ডের-ও কম সময়ে মাছিটিকে আক্রমণ করি। এখন আমরা প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেম বা ছবি দেখার কারণে আমাদের কাছে মনে হয় কাজটি আমরা খুব দ্রুত-ই সম্পূর্ণ করছি। কিন্তু মাছি তা সম্পূর্ণই স্লো মোশনে দেখে। যার কারণে সে এই সুযোগে উড়ে চলে যায়।

কিন্তু মাছির মত মশার এই বিশেষ ক্ষমতা না থাকার দরুন তারা এত সহজেই উড়ে যে পারেনা।
এজন্যই মশা মারা সহজ। কিন্তু মাছি মারা এত কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *