মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা আকাশ ঘোষ প্রিন্স

ময়মনসিংহের ছেলে আকাশ ঘোষ প্রিন্স। বর্তমানে বসবাস করছেন গাজীপুর জেলার টঙ্গীতে। সরকারি তিতুমীর কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত আছেন। কিন্তু এই বয়সেই সে রেখেছেন মানবিকতার অন্যান্য দৃষ্টান্ত।

২০১৮ সালে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন PAHRDOB ( Peace and Human Rights Development Organization of Bangladesh)।  এই সংগঠন মাত্র দুই বছরেই  বাংলাদেশের অসহায় মানুষদের কল্যাণে ২০ টির উপরে প্রোজেক্ট সফলভাবে সম্পন্ন করে।

গতবছর বন্যার্তদের জন্য তারা ত্রাণ তহবিল গঠন করে জামালপুরের বন্যার্তদের পাশে দাঁড়ায়। এবছরও তারা এই করোনা পরিস্থিতির মাঝেও বন্যার্তদের জন্য নতুন প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে।

আকাশ এতো অল্পবয়সেই তার সংগঠনকে নিয়ে করে চলেছে দুর্দান্ত কিছু কাজ। বর্তমান সময় তরুণদের জন্য সে একজন মানবিকতার আইডল। তিনি  রক্তদান সহ আরো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন প্রতিনিয়ত।

এ পর্যন্ত তিনি ৪ বার রক্তদান করেছেন। যেখানেই মানবিকতার ডাক সেখানে ছুটে যায় এই তরুণ।

আকাশের কাজ থেকে এই প্রজন্মের তরুণদের শেখার আছে অনেক কিছু। বারংবার তার কার্যক্রম দ্বারা শুধু এটিই প্রমাণিত হয় তরুণরাই এদেশের ভবিষ্যত কান্ডারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *