সফলতার “সি‌ক্রেট”

‌কো‌নো বিষ‌য়ে সফল হ‌তে হ‌লে আগ্রহ ধ‌রে রাখাটা সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ। কারন কা‌জের প্রতি আগ্রহ’ই আপনা‌কে সফলতার দ্বারপ্রা‌ন্তে নি‌য়ে যা‌বে।
আগ্রহ ধ‌রে রাখার পেছ‌নে গুরুত্বপূর্ণ হ‌লো লক্ষ‌্য সি‌লেকশন। কারণ লক্ষ‌্য না থাকার অর্থ হ‌লো দিশাহীনভা‌বে জীবনযাপন করা। আর স‌ঠিক লক্ষ সি‌লেকশন হ‌লো এক ধর‌নের এক্সসাইট‌মেন্ট, এক ধর‌নের এনার্জী। যা আপনার আগ্রহ বা‌ড়ি‌য়ে দে‌বে। আর এক‌টি বিষয় হ‌লো আপ‌নি আপনার কা‌জের প্রতি কতটুকু ডে‌ডি‌কে‌টেড?
সফলতা কি আপনার দরজায় কড়া নাড়‌বে? না‌কি আপ‌নি সফলতার দরজায় কড়া নাড়‌বেন? চেষ্টাটা আপনা‌কেই কর‌তে হ‌বে, ভাগ‌্য ঠিক সময়মত ধরা দে‌বে। এজন‌্য একটা রু‌টিন ফ‌লোআপ কর‌তে হ‌বে। নি‌জের ওপর বিশ্বাস যেমন রাখ‌তে হ‌বে তেম‌নি প্রতি‌দি‌নের রু‌টিন অনুযা‌য়ী কাজ আ‌গে শেষ কর‌তে হ‌বে।
এ‌ক্ষে‌ত্রে কা‌জের ম‌ধ্যে যে সকল বাঁধা আ‌ছে এগু‌লো‌কে এ‌ড়ি‌য়ে যে‌তে হ‌বে। যেমন র্স্মাটফোন বড় এক‌টি বাঁধা হ‌তে পা‌রে। ঠিক এভা‌বে ডেইলি কা‌জের মধ্যে বাঁধাগু‌লো এ‌ড়ি‌য়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ত‌বেই প্রতি‌দি‌নের রু‌টিন পূরণকরা সহজ হ‌বে।
ত‌বে কা‌জের মধ্যে নি‌জের সুস্থতা খুবই প্রয়োজনীয়। কারন সুস্থতা ছাড়া সফলতার ফলাফল শূন‌্য। সফলতা এবং সুস্থতা সমান্তরালভা‌বে চলাটাই আপনার অর্জন। এজন‌্য নি‌জের যত্ন নিন। রু‌টিন শেষ ক‌রে নি‌জের বি‌নোদ‌নের ব‌্যবস্থা রাখুন, কোথাও ঘুর‌তে যান, কা‌জের ফলাফল স্বরুপ নি‌জে‌কে গিফট দিন। এ‌তে কা‌জের মা‌ঝে আনন্দ আস‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *