Critical Thinking এর খুঁটিনাটি পর্ব-2

আমরা রোজ অনেক সমস্যার সম্মুখীন হই।হঠাৎ করে কোনো একটা প্রব্লেম এ পড়লে তা থেকে মানসিক অবসাদগ্রস্থও হয়ে পড়ি।
Critical thinking বলে আপনি আপনার সমস্যাকে কিছু ছোট ছোট সমস্যায় ভাগ করে নিন।
★Breaking your Big problem into small ones★

বড় problem কে ছোট ছোট অংশে ভাগ করে নিলে সমাধান খুজতে সুবিধা হয়।যেমন,ধরে নেয়া যাক, কোন একটা company তে বর্তমানে revenue কম এবং cost বেশি।
যদি আমরা এখানে revenue কম এটা কে ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে পাওয়া যায়, বিক্রি বা sell কম হওয়ায় এমন টা হচ্ছে।
আবার যদি বিশ্লেষণ করি sell কেন কম হচ্ছে,পাওয়া যায়, তাদের যারা loyal customer ছিলেন,তারা আর প্রোডাক্ট কিনছেন না।
আবার ফিরে আসি,মূল প্রব্লেম দুটির একটি ছিল,product এর cost বেশি।এখানে এটা ক্র ভাঙলে পাওয়া যায়,তাদের cost বৃদ্ধির কারন input material এর দাম বেড়েছে বা supplier discount দিচ্ছেন না।
এভাবে ছোট ছোট আকারে প্রব্লেম কে ভাগ করে নিলে সমাধান করা সহজ হয়ে যাবে।

★Defining the Problem ★

ধরুন আপনি একটি রেস এ participate করছেন।এখন আপনি জানেন ই না এই রেসের শুরু বা শেষ কোথায়। তাহলে এই ক্ষেত্রে আপনি হারিয়ে যাবেন।তেমনি একটি problem এর শুরু টা না খুঁজে তা সমাধান করা সম্ভব নয়।

★Growing the Habit Of Asking Question★

ছোট বাচ্চাদের কিন্তু একটা common habit থাকে।সেটা হচ্ছে প্রশ্ন করা।
“এটা কী?ওটা কেন?এটা কিভাবে?
Critical Thinking গড়ে তুলতে হলে আপনার অবশ্যই প্রশ্ন করার অভ্যাস থাকতে হবে
আর যদি এই অভ্যাস হারিয়ে গিয়ে থাকে,তবে আপনাকে খুব দ্রুত সেই অভ্যাস ফিরিয়ে আনতে হবে।প্রশ্নের মাঝে লুকিয়ে থাকা প্রশ্নকে খুঁজে বের করে প্রশ্ন করতে হবে, এতে আপনি প্রব্লেমকে আলাদা করতে পারবেন।যা Critical Thinking এর জন্য খুব জরুরি।

#একই সমাধান বার বার না দেয়া:

আমরা প্রতিনিয়ত প্রব্লেম solve করি।কোনো প্রব্লেম solve করার আগে এই রকম প্রব্লেম আগে সমাধান করেছেন কিনা,আগের বার এর সাথে এবারের কী কী পার্থক্য আছে তা নির্ণয় করা।এতে সময় বাঁঁচবে এবং এক রকম ভুল বার বার হবে না।

★Apply New lenses to Think Critically ★
সবার ভাবনা চিন্তা বা point of view এক নয়।তাই একটি প্রব্লেম কে বিভিন্ন perspective থেকে দেখতে হবে।যেমন:
কোনো একটা প্রব্লেম এ লিমিটেড রিসোর্স নিয়ে সমাধান এ IT Department যেভাবে সমাধান দিবে, Finance Department সেভাবে দিবে না।সব কিছু ভেবে চিন্তে ই একটা সমাধান দিতে হবে

★★The rule of 5 why★★

কোনো একটা প্রব্লেম সমাধান এর আগে আপনাকে অন্তত ৫বার প্রশ্ন করতে হবে
“Why”(কেন?)
ধরে নেয়া যাক,একটি company Stock holder কমে গেছে।
Consultant এসে প্রশ্ন করেন, “কেন কমে গেছে?”(১)
উত্তর পাওয়া যায়, আয় কম হচ্ছে।

“কেন কম হচ্ছে?”(২)
product এ discount এর পরিমাণ বেশি দেয়ায়।

“কেন বেশি দেয়া হচ্ছে?”(৩)
কারন customer retain করার জন্য

“কেন?”(৪)
শেয়ার মার্কেট বৃদ্ধির জন্য

“কেন বৃদ্ধি করতে হবে?”(৫)
কারন এর উপর company র কর্মীদের বোনাস নির্ভর করে

আপনি এভাবে ৪/৫ নং question এর মাধ্যমে প্রব্লেম টা কে identify করতে পারবেন, যা আপনার প্রব্লেম সলভিং ability কে বৃদ্ধি করার মাধ্যমে আপনাকে একজন ভালো Critical Thinker হতে সহায়তা করবে……

বাকি অংশ নিয়ে আসবো শেষ পর্বে।
আর প্রথম পর্বের লিংক প্রথম কমেন্ট এ।
#h🌠Critical Thinking এর খুঁটিনাটি🌠

পর্ব-২

আমরা রোজ অনেক সমস্যার সম্মুখীন হই।হঠাৎ করে কোনো একটা প্রব্লেম এ পড়লে তা থেকে মানসিক অবসাদগ্রস্থও হয়ে পড়ি।
Critical thinking বলে আপনি আপনার সমস্যাকে কিছু ছোট ছোট সমস্যায় ভাগ করে নিন।
★Breaking your Big problem into small ones★

বড় problem কে ছোট ছোট অংশে ভাগ করে নিলে সমাধান খুজতে সুবিধা হয়।যেমন,ধরে নেয়া যাক, কোন একটা company তে বর্তমানে revenue কম এবং cost বেশি।
যদি আমরা এখানে revenue কম এটা কে ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে পাওয়া যায়, বিক্রি বা sell কম হওয়ায় এমন টা হচ্ছে।
আবার যদি বিশ্লেষণ করি sell কেন কম হচ্ছে,পাওয়া যায়, তাদের যারা loyal customer ছিলেন,তারা আর প্রোডাক্ট কিনছেন না।
আবার ফিরে আসি,মূল প্রব্লেম দুটির একটি ছিল,product এর cost বেশি।এখানে এটা ক্র ভাঙলে পাওয়া যায়,তাদের cost বৃদ্ধির কারন input material এর দাম বেড়েছে বা supplier discount দিচ্ছেন না।
এভাবে ছোট ছোট আকারে প্রব্লেম কে ভাগ করে নিলে সমাধান করা সহজ হয়ে যাবে।

★Defining the Problem ★

ধরুন আপনি একটি রেস এ participate করছেন।এখন আপনি জানেন ই না এই রেসের শুরু বা শেষ কোথায়। তাহলে এই ক্ষেত্রে আপনি হারিয়ে যাবেন।তেমনি একটি problem এর শুরু টা না খুঁজে তা সমাধান করা সম্ভব নয়।

★Growing the Habit Of Asking Question★

ছোট বাচ্চাদের কিন্তু একটা common habit থাকে।সেটা হচ্ছে প্রশ্ন করা।
“এটা কী?ওটা কেন?এটা কিভাবে?
Critical Thinking গড়ে তুলতে হলে আপনার অবশ্যই প্রশ্ন করার অভ্যাস থাকতে হবে
আর যদি এই অভ্যাস হারিয়ে গিয়ে থাকে,তবে আপনাকে খুব দ্রুত সেই অভ্যাস ফিরিয়ে আনতে হবে।প্রশ্নের মাঝে লুকিয়ে থাকা প্রশ্নকে খুঁজে বের করে প্রশ্ন করতে হবে, এতে আপনি প্রব্লেমকে আলাদা করতে পারবেন।যা Critical Thinking এর জন্য খুব জরুরি।

#একই সমাধান বার বার না দেয়া:

আমরা প্রতিনিয়ত প্রব্লেম solve করি।কোনো প্রব্লেম solve করার আগে এই রকম প্রব্লেম আগে সমাধান করেছেন কিনা,আগের বার এর সাথে এবারের কী কী পার্থক্য আছে তা নির্ণয় করা।এতে সময় বাঁঁচবে এবং এক রকম ভুল বার বার হবে না।

★Apply New lenses to Think Critically ★
সবার ভাবনা চিন্তা বা point of view এক নয়।তাই একটি প্রব্লেম কে বিভিন্ন perspective থেকে দেখতে হবে।যেমন:
কোনো একটা প্রব্লেম এ লিমিটেড রিসোর্স নিয়ে সমাধান এ IT Department যেভাবে সমাধান দিবে, Finance Department সেভাবে দিবে না।সব কিছু ভেবে চিন্তে ই একটা সমাধান দিতে হবে

★★The rule of 5 why★★

কোনো একটা প্রব্লেম সমাধান এর আগে আপনাকে অন্তত ৫বার প্রশ্ন করতে হবে
“Why”(কেন?)
ধরে নেয়া যাক,একটি company Stock holder কমে গেছে।
Consultant এসে প্রশ্ন করেন, “কেন কমে গেছে?”(১)
উত্তর পাওয়া যায়, আয় কম হচ্ছে।

“কেন কম হচ্ছে?”(২)
product এ discount এর পরিমাণ বেশি দেয়ায়।

“কেন বেশি দেয়া হচ্ছে?”(৩)
কারন customer retain করার জন্য

“কেন?”(৪)
শেয়ার মার্কেট বৃদ্ধির জন্য

“কেন বৃদ্ধি করতে হবে?”(৫)
কারন এর উপর company র কর্মীদের বোনাস নির্ভর করে

আপনি এভাবে ৪/৫ নং question এর মাধ্যমে প্রব্লেম টা কে identify করতে পারবেন, যা আপনার প্রব্লেম সলভিং ability কে বৃদ্ধি করার মাধ্যমে আপনাকে একজন ভালো Critical Thinker হতে সহায়তা করবে……

বাকি অংশ নিয়ে আসবো শেষ পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *