Freelancing- “কিছু শিখে কাজ করতে চাই তো কি শিখলে ভাল হবে ?”

#Freelancing
আজকের লিখাটা তাদের জন্য যারা ফ্রিলেঞ্চিং শুরু করতে চাচ্ছেন কিন্তু জানেন না কি নিয়ে কাজ করবেন
 
প্রথমে ফ্রিলেঞ্চিং নিয়ে ২ লাইন বলি, ফ্রিলাঞ্চিং মানে কারো অধিনে কাজ না করে মুক্ত ভাবে আয় করা
 
এখন আয় করবেন কিভাবে ? অনেক ভাবেই করা যেতে পারে। বর্তমানে দেশি অনেক প্রতিষ্ঠান তাদের খরজ কমাতে বেশিরভাগ কাজ ফ্রিলেঞ্চার দিয়ে করাচ্ছে । তাছাড়া ইন্টারনেট এর যুগে একটু গুগল করলেই অনেক সাইট পাবেন যেখানে কাজ পাওয়া যায়। যেমন ঃ freelencer.com, fiver.com, upwork.com etc
 
এর পর অনেকেই যেই প্রশ্ন করে তা হল ” ভাই আমি কিছু পারি না এখন কিছু শিখে কাজ করতে চাই তো কি শিখলে ভাল হবে ?”
মুলত এই প্রস্নের উত্তর দিতেই আজকের লিখা,
প্রথমত সবার সেম ট্যালেন্ট থাকে না, আমি যেই কাজ করে সফল আপনি তা করে সফল নাও হতে পারেন আবার আপনি যেটা পারবেন আমি সেটা নাও পারতে পারি। এখন আপনি কিভাবে বুজবেন আপনার কোনটা শিখা উচিৎ , এইতা খুবই সহজ কিন্তু সময় দিতে হবে।
আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। অনলাইন মার্কেট প্পেসগুলাতে ঘুরে দেখুন কোন কোন কাজের চাহিদা অনেক কিন্তু কাজ করার লোক কম । সেই রকম দেখে কিছু কাজের সর্ট লিস্ট করুন তার পর তাদের ভিতর থেকে যেটা আপনার আগ্রহের জাইগা থেকে শিখতে ও করতে ইচ্ছা হয় সেইটাই করুন
 
সফল হতে হলে কাজের প্রতি ভালবাসা ও সম্মান থাকাটা খুব জরুরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *