ভারতের ভবিতব্য প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা শংকরলালজীর প্রথম ঘরের মেয়ের অশ্লীল ভিডিও লিকেজ হয়ে গিয়েছে। এর উপর নির্ভর করছে শংকরলালজীর পুরো ক্যারিয়ার। একটু এদিক সেদিক হলেই তাসের ঘরের মত পুরো ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাবে। ইতি টানতে হতে পারে তিলে তিলে গড়ে তোলা পুরো রাজনৈতিক ক্যারিয়ার। নিজ দেশের ইন্টেলিজেন্সও অপারগ বিভিন্ন কারণে, তাই আনঅফিসিয়াল ভাবে এই অশ্লীল ভিডিওর ফুটেজটির লিকেজ ঠ্যাকাতে শংকরলালজীর হয়ে ইন্ডিয়ান ইন্টিলিজেন্স এর প্যারিস শাখার চিফ জটিলেশ্বর রায় দ্বারস্থ হলেন মাসুদ রানার নিকট। রানা কি পারবে এই নীল ছবিটির সারা বিশ্বব্যাপি লিকেজ ঠেকাতে? রানার দ্বারা কি সম্ভব হবে শংকরলালজির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংশের হাত থেকে রক্ষা করা?.সব প্রশ্নের উত্তর জানার জন্য পড়তে হবে মাসুদ রানা- ৪২ ও ৪৩( দুই খন্ড একত্রে)
This post was created with our nice and easy submission form. Create your post!
Comments
0 comments