টাইটেল পড়ে অবাক হচ্ছেন? অবাক হাওয়ার কিছু নেই। সকল নেগেটিভ দিকেরই একটা পজেটিভ দিক থাকে আর আমি সেটাই সর্বদা বের করার চেষ্টা করে থাকি। তাহলে চলুন জেনে নেই এই কোয়ান্টাইনের পজেটিভ দিকগুলো।
* পরিবারকে সময় দেওয়াঃ বর্তমানে আমরা এতো ব্যস্ত যে দিন শেষে আমাদের পরিবারের মানুষগুলকেই সময় দেওয়ার মতোন সুযোগ পাই না | খুব কাছের মানু্ষটিই হয়তো জটিল কোন সমস্যায় আছে কিন্তু আপনার সময়ের অভাবে আপনাকে বলতে পারছে অথবা আপনি নিজেই হয়তো কিছু সমস্যায় আছেন সময় পাচ্ছেন না তাই বলতেও পারছেন না | এখনই সময় সব সমস্যা দূর করার | তাই কাছের মানুষগুলোকে সময় দিন।
* বই পড়ুনঃ এরকম ছুটি হয়তো আমরা ঈদ বা পূজাপার্বণেও পাই না | আমাদের হাতে এখন প্রচুর সময় | এই সময়ে আপনি পড়ে ফেলতে পারেন আপনার না পড়া কিছু বই,যে বইগুলো পড়বেন বলে ভেবেছিলেন কিন্তু সময়ের অভাবে পড়া হয়নি | তাছাড়াও প্রচুর পরিমাণে সেল্ফ ডেভেলপমেন্ট বই রয়েছে সেগুলোও পড়ে করতে পারেন নিজের স্কিলের উন্নয়ন। ঘরে যদি বই নাও থাকে তাহলেও কোন সমস্যা নেই,কারণ বর্তমানে প্রচুর পরিমাণে ই-বুক রয়েছে অনেকে আবার হোম কোয়ারান্টাইনের জন্য বেশকিছু দূর্লভ বইয়ের ই-বুক ফ্রি করে দিয়েছেন সেগুলো পড়েই কাটতে পারে আপনার কোয়ালিটি টাইম।
* স্কিল ডেভেলপমেন্ট ওয়েবসাইটঃ হোম কোয়ারান্টাইনের জন্য সবইকে ঘরে থাকা লাগছে | আর এর ফলেই বেশকিছু ই-লার্নিং ওয়েবসাইট তাদের অনেক কোর্স বিনামূল্যে করার এক বিশাল সুযোগ করে দিয়েছে | এই সুযোগে আপনিও করে ফেলতে পারেন সেই কোর্সগুলো এবং হয়ে যেতে পারেন একজন ফ্রিল্যান্সার।
* নতুন রান্না শিখুনঃ ছেলে হোক বা মেয় হোক রান্না বিষয়টি সকলের জন্য প্রযোজ্য | অনেকে ছেলে মনে করে,আমি ছেলে আমি কিভাবে রান্না করবো | এই ধারণা একদমই ভুল | আপনি ছেলে হোন বা মেয় হোন শিখে নিতে পারেন নতুন কোন রান্না, এতে পাকা হয়ে যাবে আপনার রান্নার হাত।
* মুভি দেখুনঃ সময়ের অভাবে হয়তো গত কয়েক বছরের হিট হিট মুভিগুলো দেখতে পারেননি | শুধু ছবিগুলোর নামই শুনে গিয়েছেন কিন্তু দেখা আর হয়নি তাই এখনই সময় দেখে ফেলুন সেগুলো।
* নিজের স্কিলের আরো উন্নয়ন করুনঃ আপনার নিজের যদি কোন স্কিল থেকে থাকে তবে সেটি আরো বেশি উন্নয়ন করতে পারেন | আপনি লেখালেখি করলে সেটি এখন আরো বেশি বেশি করতে পারেন,আপনি যদি গান গেয়ে থাকেন তবে সেটি আরো বেশি চর্চা করুন, আপনি চিত্রকর হয়ে থাকলে ঘরে বসে ছবি একে ঘরকে সাজিয়ে দিতে পারেন এক নতুন আঙ্গিকে।
হোম কোয়ারান্টাইন খারাপ মনে হলেও এটিকে কাজে লাগাতে পারলে খুব বেশি খারাপ কিন্তু লাগে। তাই এই সময়ের সদ্ব্যবহার করে মূল্যবান করে ফেলুন আপনার সময়। সকলে সচেতন থাকি,ঘরে থাকি এবং আপনজনকে ঘরে রাখি।