নেশাই যখন পেশা আছমা আক্তার মুক্তার

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছমা আক্তার মুক্তা। পড়ালেখার পাশাপাশি বেশ সফলতার সাথে পরিচালনা করে যাচ্ছেন  নিজের ব্যবসায় প্রতিষ্ঠান শ্বেতপদ্ম। এছাড়াও তিনি যুক্ত  আছেন বেশকিছু সামাজিক সংগঠনের সাথে।

২০১৯ সালে আছমা প্রতিষ্ঠা করেন “শ্বেতপদ্ম” নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তিনি নিজের তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বিক্রয় করে থাকেন। শিক্ষার্থী থাকা অবস্থাতেই কেনো ব্যবসায় করার কথা ভাবলেন এই প্রশ্নের জবাবে সে বলেন, “আমি ক্যাম্পাসে যখন সংগঠন করতাম তখন যখন আমরা বিভিন্ন  অনুষ্ঠান করতাম,তখন ইউনিক ডিজাইন করতাম স্টেজ সাজানো,অনুষ্ঠানের সাজসজ্জা নিয়ে ইউনিক প্লান করতাম। যেটা কেউ আগে করেনি সেটাই করতাম,তখন মাথায় আসলো,আমি তো আঁকাআঁকি পারি,কিছু একটা করি। সেখান থেকে নিজের ভালো লাগার কাজ করতেই এই উদ্যোগ”

নিজের নেশাকে পেশা হিসেবে  খুব কম মানুষই গ্রহণ করতে পারে। সেই অসম্ভবকেই সম্ভব করেছে আছমা। উদ্যোক্তা হতে যে বয়স লাগে না, তাই প্রমাণ করলেন তিনি। আছমার মতো তরুণ-তরুণীদের হাত ধরেই একদিন বদলে যাবে এ দেশ। বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে এক অন্যোন্য বাংলাদেশ।
শ্বেতপদ্ম থেকে ক্রয় করতে ভিজিট করুন:
https://www.facebook.com/Shwetopadma/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *