বিশাল এক মাফিয়া চক্রের গোটা চেইনকে ভেঙ্গে দিতেই রানা তার দুইজন সহকর্মী সোহানা আর মারিয়াকে নিয়ে গিয়েছে নেদারল্যান্ডসে। কিন্তু সেখানে গিয়েই আমস্টারডাম এ থাকা সহকারী ইসমাইলের হত্যাকান্ডে রানা বুঝতে পারল এই চেইন ভেঙ্গে ফেলা মোটেও সহজ কাজ হবেনা। কারণ, শেরিফ এয়ারপোর্টে আসার ব্যাপারটা অনেক বেশী গোপন ছিল। কাজে নামার পর প্রতিটা মুহুর্ত রানাকে নিজের জান হাতে নিয়ে কাজ করতে হচ্ছে। তবুও যে করেই হোক কাজটা সমাধা করতে হবে নিজের দেশের স্বার্থে, বিসিআই চিফ মেজর জেনারেল রাহাত খান এবং ইন্টারপোলের নারকোটিক্স ডিভিশনের চিফ ফিলিপ কার্টারেটের অনুরোধে। কাজটা সমাধান করতে পারলে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে ড্রাগস সাপ্লাইয়ের বিশাল চেইন। দেখা যাক দেশপ্রেমি মাসুদ রানা পারবে কি পারবেনা।