ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে বাজিমাত করছেন মুনতাসীর মাহদী

ফ্রিল্যান্সিং প্রশিক্ষা দেয়ার ক্ষেত্রে তিনি বেশ সফল। দীর্ঘ পরিশ্রমের পর সফলতা এসে ধরা দিয়েছে তার হাতের মুঠোয়। বলছিলাম ফ্রিল্যান্সার মুনতাসীর  মাহদী কে নিয়ে। যার এখন মাসিক আয় ৬ ডিজিট এর।

মূলত ক্যারিয়ারের শুরুতে  যেসব প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন, একজন প্রশিক্ষক হিসেবে সেগুলো দূর করার জন্যই তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

ডিজিটাল মার্কেটিং এর ক খ ও জানতেন না এমন মানুষ গুলো তার হাত ধরেই শিখেছেন অনেক কিছু। তিনি তাদের মনে তৈরি করেছেন জানার আগ্রহ। তার কোর্স গুলো তে রয়েছে সব ইউনিক টেকনিক  আর স্ট্র‍্যাটেজি । যার অনেক গুলো ই অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না।

তার ছাত্রজীবনের বেশিরভাগ সময় কেটেছে

আশুগঞ্জ সার কারখানা স্কুল এন্ড কলেজে এ।

এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছেন এই প্রতিষ্ঠান থেকে।   তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছেন।

শখের বশেই তিনি এই সেক্টরে এসেছিলেন।  ছাত্রজীবনে তিনি নিজের হাত খরচের টাকা জোগানোর জন্য অনলাইনের বিভিন্ন আর্নিং সোর্স নিয়ে রিসার্চ করতে শুরু করেন এভাবেই ফ্রিল্যান্সিংয়ের সাথে তার পরিচয়। যখন বুঝতে পারলেন এই সেক্টরে কাজ করে অনেক ভালো কিছু করা সম্ভব তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ার গড়ার।

ক্যারিয়ারের শুরুতে যথাযথ গাইডলাইনেরও অভাবও ছিলো। ইচ্ছা শক্তির জোরেই সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি।  নিজের প্রচন্ড আগ্রহশক্তি থাকলে যে কোন ধরণের প্রতিকূলতাই কাটিয়ে উঠা সম্ভব।

তিনি মার্কেটিং ও বিজনেস রিলেটেড কোর্স করিয়ে থাকেন। বর্তমানে প্রায় ৯০০ জন তার কোর্সগুলো করছেন। তিনি তার কোর্সগুলোতে শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ গাইড লাইন দেওয়ার চেষ্টা করেন। একজন ফ্রেশার ক্যারিয়ার শুরু করা থেকে কীভাবে মার্কেট প্লেসে টিকে থাক্তে পারবে এবং  আয় করবে সে সব ব্যাপারেই তিনি প্রতিনিয়ত  দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

প্রশিক্ষণ প্রাপ্ত অনেকে শিক্ষার্থী ইতিমধ্যেই ফাইবার সহ অনান্য মার্কেটপ্লেসে উপার্জন করে অর্জন করেছে সফলতা।  অনেকে তৈরি করছে নিজের ব্র্যান্ড । ভবিষ্যতে তিনি আরো বেশি মানুষের কাছে তার  কোর্সগুলো যতোটা কম খরচে পারা যায় সেভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

ফ্রিল্যান্সিং এমন একটা ক্ষেত্র, যেখানে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে এবং শেখার ও জানার আগ্রহ থাকতে হবে। তবেই সাফলতা ধরা দেবে।’

প্রায় ৯০০ জন মানুষ কোর্স করছেন, তারা সবাই আয় করতে পারবে যদি ধৈর্য ধারণ করে।

এ সেক্টরে কাজ শেখার কোন বিকল্প নেই।কেউ যদি ভালোভাবে কাজ না শিখে আসেন তাহলে সে কোন কাজই পাবেন না। আমাদের দেশে একটা প্রবণতা দেখা যায় তা হল আমরা সাধারণত ভালোভাবে কাজ শেখার আগেই অর্থ উপার্জন নিয়ে ভাবি যা অনেকক্ষেত্রেই ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাড়ায়।তাই প্রতিনিয়তই নিজের স্কিল বাড়িয়ে যেতে হবে। আসলাম আর হুট করে টাকা ইনকাম করলাম এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। নতুন যারা আসবেন তাদের উদ্দেশ্যে তিনি  বলেছেন ধারাবাহিকভাবে কাজ করে গেলে তবেই ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতা  মিলবে।

তার ওয়েবসাইট এ পেইড কোর্স এর সাথে   মার্কেটিং নিয়ে একটি  ফ্রি কোর্স রয়েছে  যেখানে মার্কেটিং সম্পর্কে বেশ ভালো একটা ধারণা নিতে পারেন!

ফ্রি কোর্সটার নামঃ মার্কেটিং ব্যাসিকস

কোর্সের মডিউলঃ

  • মার্কেটিং কি?

  • মার্কেটিং কত ধরণের ও কি কি?

  • মার্কেটিং কনসেপ্ট কি? মার্কেটিং শুরু করার পূর্বে কোন কোন কনসেপ্ট জানা জরুরী

  • মার্কেটিংয়ের চারটা পি

  • ডিজিটাল মার্কেটিং কত ধরণের?

  • ২২ ধরণের মার্কেটিং সম্পর্কে ব্যাসিক ধারণা

  • সেগমেন্টস অব মার্কেটিং

  • মার্কেটিং অরিয়েন্টশন

  • মার্কেটিং এনভায়রনমেন্ট

  • প্যাস্টল অ্যানালাইসিস

  • সোওট অ্যানালাইসিস

  • মার্কেটিং রিসার্চ কি এবং মার্কেট রিসার্চের ধাপগুলো সম্পর্কে ব্যাসিক ধারণা

  • মার্কেটিং মিক্স কি এবং এ সম্পর্কে বিস্তারিত ধারণা

  • মার্কেটিং প্ল্যান কি এবং মার্কেটিং প্ল্যান করার ধাপগুলো সম্পর্কে ব্যাসিক ধারণা

  • প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে বিস্তারিত ধারণা

  • মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?

  • মার্কেটার হওয়ার গুরুত্ব

  • কেন মার্কেটিংকে আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন?

  • মার্কেটার হবেন নাকি ডিজিটাল মার্কেটার?

  • ডিজিটাল মার্কেটার কীভাবে হবেন?

  • ডিজিটাল মার্কেটিংয়ের চাকরিগুলো কীভাবে খুঁজে পাবেন?

  • ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার হিসেবে আয় করবেন কীভাবে?

মার্কেটিংয়ের ব্যাসিকসের ফ্রি কোর্সে পাচ্ছেন এইসবকিছুই! মাত্র ২-৩ ঘন্টায় মার্কেটিংয়ের অনেকগুলো বিষয় সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়ে যাবেন, আশা করা যায়!

মুনতাসির মাহদীর সাফল্যের ঝুলিতে রয়েছে অজস্র অর্জন।

তার নিজস্ব অ্যাজেন্সি রয়েছে, নাম “অ্যাশেন্সি”

যাত্রা শুরু হয় ১৫ই আগস্ট ২০২০।

অ্যাশেন্সির বেশ কিছু ইউনিক সার্ভিস অনেক অনেক মানুষের পছন্দ হয়েছে আর তাই সেগুলোসহ  নতুন কিছু সার্ভিস যুক্ত করে, সবচেয়ে ইউনিক সোশ্যাল মিডিয়া অ্যাজেন্সি হিসেবে শুরু করেছেন।

অ্যাশেন্সির লঞ্চের পূর্বেই ইতোমধ্যেই ৭০ হাজার টাকার সার্ভিস দিয়ে দিয়েছেন! প্রি লঞ্চেই তারা বেশ ভালো সাড়া পেয়েছেন

লঞ্চ উপলক্ষে আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের প্রত্যেকটা সেবায় পাওয়া যাবে ২০% ছাড়!

সেবাগুলো হচ্ছে,

  • ইউটিউব মানিটাইজেশন সার্ভিস
  • ইউটিউব প্রমোশনাল সার্ভিস
  • ফেসবুক প্রমোশনাল সার্ভিস
  • ফেসবুক বুস্টিং
  • ফেসবুক পেইজ ম্যানেজমেন্ট সার্ভিস
  • ইন্সটাগ্রাম প্রমোশনাল সার্ভিস
  • স্পটিফাই প্রমোশনাল সার্ভিস
  • সাউন্ডক্লাউড প্রমোশনাল সার্ভিস
  • টুইটার প্রমোশনাল সার্ভিস
  • ওয়েবসাইট ভিজিটর সার্ভিস
  • গ্রাফিক্স ডিজাইন সার্ভিস
  • ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস
  • পস (পয়েন্ট অফ সেইল) সার্ভিস
  • অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস
  • ইউ/ইউএক্স সার্ভিস
  • কন্টেন্ট রাইটিং সার্ভিস
  • বিজনেস এন্ড মার্কেটিং কন্সালটেন্সি সার্ভিস
  • এসইও সার্ভিস
  • ক্রিয়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন সার্ভিস

‘উক্তি’ নামে একটা ইউনিক টি-শার্টের ব্র্যান্ড চালু করতে যাচ্ছেন শীঘ্রই! উক্তি’র টি-শার্ট সবার জন্য উন্মুক্ত নয়, যেহেতু প্রিমিয়াম টি-শার্ট!

২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় তার দুটি বই প্রকাশিত হয়

ব্রেইনফ্লুয়েন্স : দ্য সাইকোলজি অব মার্কেটিং

আপনি কখন একটি পণ্য ক্রয় করবেন, কি কারণে পণ্যটি ক্রয় করবেন, কোথা থেকে পণ্যটি ক্রয় করবেন আর কিভাবেই বা পণ্যটি ক্রয় করবেন; এরকম আরো জটিল এবং প্রিকগনিটিভ বিষয় সম্পর্কে পূর্ব থেকে জ্ঞান রাখা সম্ভব? অবশ্যই সম্ভব! কিন্তু কিভাবে? কিভাবে একজন মানুষ আপনার সবকিছু সম্পর্কে আগে থেকেই ধারণা পেয়ে যাবে! এমনকি আপনাকে একটি পণ্য ক্রয় করতে বাধ্য করবে! আপনার পকেটের একেবারে কোনায় পড়ে থাকা একটি রূপালী কয়েনকে কীভাবে টেনে বের করতে হয়, তা শুধুমাত্র এক শ্রেণীর মানুষই জানে। আর তারা হচ্ছে মার্কেটার! আমরা আমাদের প্রত্যেক মুহূর্তেই বিভিন্ন সাইকোলজিক্যাল মার্কেটিং টেকনিকের সম্মুখীন হচ্ছি। কিন্তু সেগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা বুঝতেই পারছি না কীভাবে সেগুলো আমাদের ব্রেইনকে ইনফ্লুয়েন্স করছে। আর এসব সাইকোলজিক্যাল মার্কেটিং টেকনিক, হ্যাকস, টিপস এবং ট্রিকস নিয়েই এই বইটি লেখা হয়েছে। এই বইটি মূলত তাদের জন্য, যারা মার্কেটিং বিষয়টাকে প্যাশন হিসেবে নিয়েছে বা নিতে চাচ্ছে। এই বই পড়ে আপনি একজন মার্কেটার হিসেবে ক্লায়েন্ট অপ্টিমাইজ করার ক্ষেত্রে আরো দক্ষ হতে পারবেন। ব্রেইনফ্লুয়েন্সঃ দ্যা সাইকোলজি অফ মার্কেটিং বইটি আপনাকে সহজ ভাষায় মার্কেটিংয়ের সাথে সাইকোলজির সম্পর্ক বোঝাতে সাহায্য করবে

ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি

আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা দক্ষ হতে চাই না! দক্ষ হওয়ার আগেই অর্থচিন্তায় মগ্ন হয়ে যাই। আর অর্থ চিন্তায় আমাদের মাথার চুল পেকে গেলেও আমরা এই সহজ কথাটা স্বীকার করতে চাই না যে, দক্ষ হলে কাজ আপনার পেছনে পেছনে আসবে! বাংলাদেশে ডিজিটাল মার্কেটারের সংখ্যা অন্যান্য খাতের তুলনায় অনেক অনেক অল্প। যদিও মানুষ এই খাতে এখন ক্যারিয়ার গড়তে চাইছে, কিন্তু সেটা আশানুরূপ গতিতে এগুচ্ছে কি? উহু! এগুচ্ছে না! এর কারণ হচ্ছে, দক্ষ না হওয়া! ডিজিটাল মার্কেটিং কি বা এর সম্পর্কে ব্যাসিক ধারণা না নিয়েই সরাসরি ডিজিটাল মার্কেটিংকে টাকা বানানোর মেশিনে পরিণত করা। ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি বইটি মূলত তাদের জন্য, যারা ডিজিটাল মার্কেটিং শিখে শুধুমাত্র টাকা আয়ই নয়, ব্র্যান্ড হতে চাইছে ও অন্যদের ব্র্যান্ড করতে চাইছে! ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি বইটি আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের একেবারে ব্যাসিক পর্যায়ের ধারণা দেবে, গল্পে গল্পে

যোগাযোগ :

ফেইসবুক আইডি

Website :

Muntasir Mahdi – Marketer, Trainer, Author, Entrepreneur

Facebook Page :

অ্যাশেন্সির সার্ভিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *