FedEx নামক শিপিং কম্পানিটি কে হয়তো কমবেশি সবাই চিনি। কারণ এটি বিশ্বের বৃহত্তম ব্যান্ডগুলোর একটি।কিন্তু আপনারা জানেন কি? যে এই লোগো টি তে একটি Hidden Message রয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক যে Hidden Message টি কি?
খেয়াল করুন যে E এবং X এর মাঝখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটি মূলত তাদের দিক, গতি ও সূক্ষ্মতা কে বোঝায় এবং Fed লেখাটির রং মূলত তাদের ডেলিভারির গুণগত মান সম্পর্কে বলে। এ পর্যন্ত লোগোটি চল্লিশটিরও বেশি এবার জিতেছে। The Rolling Stone এর মতে ৩৫ বছরের সেরা আটটি লোগোর মধ্যে FedEx এর লোগো একটি।
এবং এই লোগোটি ডিজাইন করেছেন – Lindon Leader