কেনো মার খেলেন অপু ভাই?
এই মাত্র পাওয়া খবর! অপু ভাই কে কেনো এরেস্ট করা হলো! কিন্তু কেনো? আজ একটি শর্টফিল্ম এর জন্য অপু ভাই উত্তরায় শুটিং করছিলেন শুটিং শেষে সন্ধ্যায়, তারা রাস্তা আটকে টিকটক ভিডিও করতে থাকেন। এর পর এক ভদ্রলোক তাকে রাস্তা বন্ধ করে টিকটক ভিডিও না বানানোর জন্য অনুরোধ করলেন। কিন্তু সেই ভদ্রলোকের এই কথায় অপু ভাই প্রচন্ড রেগে যান এরপর দলবল নিয়ে লোকটিকে ও তার সাথের আরো সাতজনকে মারধর করে তাদের মাথা ফাটিয়ে ফেলে! আর বলে রাখা ভালো তাদের মধ্যে বেশিরভাগই ডাক্তার ইঞ্জিনিয়ার ছিলেন। এরপর জনগণ এটি দেখার পর কেউ একজন পুলিশকে খবর দেয়! এরপর পুলিশ তাকে সাথে সাথে এরেস্ট করে! কিন্তু এই শেষ না, পুলিশ তাকে গাড়িতে উঠানোর জন্য নিয়ে যাওয়ার সময় জনগণ তাকে প্রচুর মারধর করে।
কিছু কিছু ছেলেমেয়ে একটু বিখ্যাত হওয়ার জন্য, চুল কালার করে এমন বিকৃত ভিডিও বানানো, বেপরোয়া চলাফেরা ও ইভ টিজিং করা কি আসলেই ঠিক? আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।